সব কিছু খয়রাত করে দিলেন
রাকিবে দোশে মুস্তফা, সায়্যিদুল আসখিয়া হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ দুইবার নিজের ঘরের সবকিছু এবং তিনবার অর্ধেক মালপত্র আল্লাহ তাআলার পথে ব্যয় করে দেন।
(হিলইয়াতুল আউলিয়া, ২য় খন্ড, ৪৭ পৃষ্ঠা, হাদীস নং-১৪৩৪)।
এ্যয় সাখি ইবনে সাখি আপনি সাখা
সে দু হিচ্চা সায়্যিদে আলী হাশাম।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর ৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন