মদীনা থেকে মক্কা বিশ বার পায়ে হেঁটে সফর

 

মদীনা থেকে মক্কা বিশ বার পায়ে হেঁটে সফর 


হযরত সায়্যিদুনা মুহাম্মদ বিন আলী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন: হযরত সায়্যিদুনা ইমামে হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: আমার লজ্জা হয় যে, আপন রব তাআলার সাথে এভাবে মিলিত হবাে যে, তাঁর ঘরের দিকে কখনাে হাঁটলাম না। সুতরাং তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বার মদীনা মুনাওয়ারা زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا  থেকে পায়ে হেঁটে মক্কায়ে মুকাররমা زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا  এর যিয়ারতের জন্য উপস্থিত হয়েছেন।(হিলইয়াতুল আউলিয়া, ২য় খন্ড, ৪৬ পৃষ্ঠা, নম্বর-১৪৩১)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন