ইমামে হাসানের অভ্যাস সমূহ

 

ইমামে হাসানের অভ্যাস সমূহ 


হযরত সায়্যিদুনা আবু সাঈদ رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: হযরত সায়্যিদুনা আমীরে মুয়াবিয়া رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ একবার মদীনা মুনাওয়ারা زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا এর এক কুরাইশী লােক থেকে সায়্যিদুনা ইমামে হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন সে আরয করলাে: হে আমীরুল মুমিনিন! তিনি ফযরের নামায আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদের নববী শরীফেই عَلٰی صَاحِبِهِا الصَّلٰوةُ و السَّلَام  অবস্থান করেন। অতঃপর সাক্ষাতের জন্য আগতদের সাথে সাক্ষাত ও কথাবার্তা বলেন, এমনকি সকাল হয়ে যেতাে, এবার দু'রাকাত নামায আদায় করেন, এরপর উম্মাহাতুল মুমিনিনদের দরবারে উপস্থিত হন, সালাম করেন, অনেক সময় উম্মাহাতুল মুমিনিনদের رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُنَّ কোন না কোন উপহার পেশ করেন। এরপর তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ নিজের ঘরে তাশরীফ নিয়ে যান। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সন্ধ্যার সময়ও এরূপ করতেন। অতঃপর এই কুরাইশী লােকটি বললাে: আমাদের মধ্যে কেউ তাঁর সমমর্যাদাবান নই। (ইবনে আসকির, ১৩তম খন্ড, ২৪১ পৃষ্ঠা)।

 

صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন