যদি এক কানে গালি এবং অপর...
হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: لَوۡ اَنَّ رَجُلًا شَتَمَنِیۡ فِیۡ اُذُنِیۡ هٰذِهٖ، وَاعۡتَذَرَ اِلَیَّ فِیۡ اُذُنِی ا لۡاُخۡرٰی لَقَبِلۡتُ عُذۡرَهُ" অর্থাৎ যদি কেউ আমার এক কানে গালি দেয় এবং অপর কানে ক্ষমা চেয়ে নেয় তবে আমি অবশ্যই তার প্রার্থনা গ্রহন করবাে।”
(বাহজাতুল মাজালিশ, ২য় খন্ড, ৪৮৬ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন