গােলাম মুক্ত করে দিলেন

 

গােলাম মুক্ত করে দিলেন


 হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ একবার কিছু মেহমানের সাথে খাবার খাচ্ছিলেন, গােলাম গরম গরম ঝােলের পাত্র দস্তরখানায় এনে রাখছিলাে, এমন সময় তার হাত থেকে পাত্র পরে গেলাে, যার কারণে ঝােলের দাগ তাঁর গায়েও এসে পড়লাে। তা দেখে গােলাম ঘাবড়ে গেলাে এবং লজ্জাবনত ভঙ্গিতে সূরা আলে ইমরানের ১৩৪ নং আয়াতের এই অংশটি তিলাওয়াত করলাে:

 وَالۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَ الۡعَافِیۡنَ عَنِ النَّاسِوَ অর্থাৎ “এবং ক্রোধ-সংবরণকারী, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী।” তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বললেন: আমি ক্ষমা করলাম। গােলাম অতঃপর এই আয়াতের শেষ অংশটি পাঠ করলাে:وَ اللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ  অর্থাৎ “এবং সৎব্যক্তিবর্গ আল্লাহ তাআলার : প্রিয়।” তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বললেন: আমি তােমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম। (রুহুল বয়ান, ২য় খন্ড, ৯৫ পৃষ্ঠা)। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন