ইমাম হাসান মুজতাবার স্বপ্ন

 

ইমাম হাসান মুজতাবার স্বপ্ন


 হযরত সায়্যিদুনা ইমরান বিন আব্দুল্লাহ     رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  থেকে বর্ণিত যে, হযরত সায়্যিদুনা ইমামে হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ স্বপ্নে দেখলেন যে, তাঁর চোখের মাঝখানে “قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ” লিখা রয়েছে। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এই সুসংবাদটি নিজের আহলে বাইতদের জানালেন। তাঁরা যখন এই ঘটনা তাবেঈ বুযুর্গ হযরত সায়্যিদুনা সাআদ বিন মুসাইয়িব  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  এর সামনে বর্ণনা করলেন তখন তিনি  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন: যদি আসলে তিনি এই স্বপ্ন দেখে থাকেন তবে তাঁর বয়সের আর কয়েকদিনই বাকী আছে। এই ঘটনার কয়েকদিন পরই ইমামে হাসান মুজতাবা  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর ওফাত হয়ে গেলাে। 

(আত তাবকাতিল কুবরা লিইবনে সাআদ, ৬ষ্ট খন্ড, ৩৮৬ পৃষ্ঠা, নম্বর-৭৩৭৯)। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন