তিলাওয়াতের আগ্রহ

 

তিলাওয়াতের আগ্রহ


 রাসূলের দৌহিত্র, মুরতাদার বাগানের জান্নাতি ফুল, বতুলের কলিজার টুকরাে সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ প্রতি রাতে সূরা কাহাফ এর তিলাওয়াত করতেন। এই মুবারক সূরাটি একটি ফলকে লেখা ছিলাে, তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ নিজের যেই স্ত্রীর নিকট তাশরীফ নিয়ে যেতেন এই মুবারক ফলকও তাঁর সাথে থাকতাে। 

(শুয়াবুল ঈমান, ২য় খন্ড, ৪৭৫ পৃষ্ঠা, হাদীস নং-২৪৪৭)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন