রাকিবে দেশে মুস্তফা
একবার হুযুর পুরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم হযরত সায়্যিদুনা হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে মুবারক কাঁধে উঠিয়ে ছিলেন, তখন একজন আরয করলেন: نِعۡمَ الۡمَرۡكَبُ رَكِبۡتَ يَا غُلَامُ অর্থাৎ সাহেবজাদা! আপনার বাহন তাে খুবই উত্তম।” রাসূলে আকরাম
صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন: “ َوَنِعۡمَ الرَّكِبُ هُو" অর্থাৎ আরােহীও তাে খুবই উত্তম!” (তিরমিযী, ৫ম খন্ড, ৪৩২ পৃষ্ঠা, হাদীস নং-৩৮০৯)।
ওহ হাসান মুজতাবা, সায়্যিদুল আসখিয়া রাকিবে দোশে ইযযত পে লাখাে সালাম
(হাদায়িকে বখশীশ, ৩০৯ পৃষ্ঠ)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন