রাকিবে দেশে মুস্তফা

 

রাকিবে দেশে মুস্তফা


 একবার হুযুর পুরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  হযরত সায়্যিদুনা হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে মুবারক কাঁধে উঠিয়ে ছিলেন, তখন একজন আরয করলেন: نِعۡمَ الۡمَرۡكَبُ رَكِبۡتَ يَا غُلَامُ অর্থাৎ সাহেবজাদা! আপনার বাহন তাে খুবই উত্তম।” রাসূলে আকরাম 

صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন: “ َوَنِعۡمَ الرَّكِبُ هُو" অর্থাৎ আরােহীও তাে খুবই উত্তম!” (তিরমিযী, ৫ম খন্ড, ৪৩২ পৃষ্ঠা, হাদীস নং-৩৮০৯)।


ওহ হাসান মুজতাবা, সায়্যিদুল আসখিয়া  রাকিবে দোশে ইযযত পে লাখাে সালাম 

 (হাদায়িকে বখশীশ, ৩০৯ পৃষ্ঠ)। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন