জন্মের পূর্বে সুসংবাদ

 

জন্মের পূর্বে সুসংবাদ


 রাসূলে আকরাম, নুরে মুজাসসাম  صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর চাচীজা  হযরত সায়্যিদাতুনা উম্মুল ফযল   رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا হুযুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم কে তাঁর স্বপ্ন বর্ণনা করেন: “ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আপনার মুবারক শরীরের অংশ আমার ঘরে আসলাে।” একথা শুনতেই হুযুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  ইরশাদ করলেন:  “আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, ফাতেমার ঘরে পুত্র সন্তানের জন্ম হবে এবং আপনি তাকে দুধ পান করাবেন।” যখন হযরত সায়্যিদাতুনা ফাতেমাতুয যাহরা  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর ঘরে হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর জন্ম হলাে, তখন হযরত সায়্যিদাতুনা উম্মুল ফযল  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا  হযরত হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে দুধ পান করালেন। (আয যারইয়াত তাহেরা লিল দুলাবী, ৭২ পৃষ্ঠ)।


সৌভাগ্যময় জন্ম এবং নাম ও উপাধী

ইমামে আলী মকাম, ইমামে হুমাম, ইমামে আরশে মকাম, হযরত সায়্যিদুনা ইমাম আবু মুহাম্মদ হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর সৌভাগ্যময় জন্ম ১৫ রমযানুল মুবারক ৩ হিজরীতে হয়েছিলাে। (আত তাবকাতুল কুবরা লিইবনে সাআদ, ৬ষ্ট খন্ড, ৩৫২ পৃষ্ঠা)।


 তাঁর মুবারক নাম: হাসান, উপনাম: আবু মুহাম্মদ এবং উপাধী: তাকী, সায়্যিদ, সিবতে রাসূলুল্লাহ । এবং সিবতে আকবর, তাঁর রায়হানাতুর রাসুল (অর্থাৎ রাসূলে খােদার ফুল)ও বলা হয়।


কিয়া বাত রযা উস চমনাস্তানে করম কি 

যাহরা হে কলী জিস মে হুসাইন অউর হাসান ফুল।

 (হাদায়িকে বখশীশ, ৭৯ পৃষ্ঠা)। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  


মুস্তাফার অবয়ব 

হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُথেকে বর্ণিত যে, (ইমামে) হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর চেয়ে বেশী রাসূলে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর সাথে মিল অন্য কোন ব্যক্তির ছিলাে না। (বুখারী, ২য় খন্ড, ৫৪৭ পৃষ্ঠা, হাদীস নং-৩৭৫২)। 


এরূপ সন্তান কোন মা'ই জন্ম দেয়নি! 

হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে যুবাইর : رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا ও অন্যান্য সাহাবায়ে কিরামের عَلَيۡهِمُ الرِّضۡوَان ন্যায় রাসূলের দৌহিত্র হযরত সায়্যিদুনা ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُকে অনেক ভালবাসতেন। 

একবার তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: “ আল্লাহর শপথ! মহিলারা হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর মতাে সন্তান জন্ম দেয়নি।” 

(সবলুল হুদা, ১১তম খন্ড, ৬৯ পৃষ্ঠা) 



মুস্তফার স্নেহ মারহাবা! মারহাবা! 


 প্রিয় ইসলামী ভাইয়েরা! নবীয়ে রহমত, শফীয়ে উম্মত صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর প্রতি খুবই ভালবাসা ছিলাে। তিনি صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم . হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে কখনাে কোল মুবারকে উঠাতেন তবে কখনাে কাঁধ মুবারকে উঠিয়ে ঘর শরীফ থেকে বাইরে তাশরীফ নিয়ে যেতেন, কখনাে তাঁকে দেখতে এবং আদর করতে সায়্যিদা ফাতেমা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর ঘরে তাশরীফ নিয়ে যেতেন, হযরত সায়্যিদুনা হাসান মুজতাবা : رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ ও হুযুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর প্রতি খুবই ঘনিষ্ট হয়ে গিয়েছিলেন যে, কখনাে নামাযের অবস্থায় পিঠ মুবারকে উঠে যেতেন। 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন