শুকনাে গাছে সতেজ খেজুর


শুকনাে গাছে সতেজ খেজুর 


আরীফ বিল্লাহ, হযরত সায়্যিদুনা নুরুদ্দীন আব্দুর রহমান জামী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন: ইমামে আলী মকাম হযরত ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সফরকালে খেজুরের বাগান দিয়ে গমন করেন, যেখানকার সব গাছ শুষ্ক হয়ে গিয়েছিলাে, হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে যুবাইর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا ও তাঁর সাথে সফরে ছিলেন। হযরত  ইমামে হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এই বাগানে অবস্থান করলেন। খাদিমরা 

একটি শুকনাে গাছের নীচে আরাম করার জন্য বিছানা বিছিয়ে দিলেন। হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে যুবাইর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ আরয করলেন: হে রাসূলের দৌহিত্র! আহ! যদি এই শুকনাে গাছে সতেজ খেজুর  থাকতাে! তবে আমরা পেট ভরে খেতাম। একথা শুনে হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ নিম্নস্বরে কোন দোয়া পাঠ করলেন, যার বরকতে কিছুক্ষণের মধ্যেই সেই শুষ্ক গাছ সবুজ ও সতেজ হয়ে গেলাে এবং এতে তাজা পাকা খেজুর এসে গেলাে। এই দৃশ্য দেখে একজন উট চালনাকারী বলতে লাগলাে: এসব যাদুর কারিশমা। হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে যুবাইর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا তাকে ধমক দিলেন এবং বললেন: তাওবা করাে, এসব যাদু নয় বরং শাহাজাদায়ে রাসূলের মকবুল দোয়া। অতঃপর লােকেরা গাছ থেকে খেজুর ছিড়লাে এবং ভালভাবে খেলাে। (শুয়াহিবুন নবুয়ত, ২২৭ পৃষ্ঠা)।


রাকিবে দোশে শাহানশাহে উমাম

 ইয়া হাসান ইবনে আলী! করদো করম! ফাতেমা কে লাল হায়দার কে পেসর! 

আপনি উলফত দো মুঝে দো আপনা গম 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন