শাহাদতের কারণ
হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে বিষ দেয়া হয়েছিলাে। সেই বিষই তাঁর উপর এমন প্রভাব বিস্তার করে যে, নাড়িগুলাে টুকরাে টুকরাে হয়ে বের হতে লাগলাে, ৪০ দিন পর্যন্ত তিনি ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কঠিন কষ্টে ছিলেন।
ওফাতের হতাশামূলক আয়াত
ইমামে আলী মকাম, ইমামে আরশে মকাম, ইমামে হুমাম হযরত সায়্যিদুনা ইমাম আবু মুহাম্মদ হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ ৫ রবিউল আউয়াল ৫০ হিজরীতে মদীনা মুনাওয়ারায় زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا এই নশ্বর পৃথিবী থেকে চির বিদায় গ্রহন করেন (অর্থাৎ ওফাত গ্রহন করেন), اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ। (সিফতুস সুফুত, ১ম খন্ড, ৩৮৬ পৃষ্ঠা) এটাও বলা হয় যে, ৪৯ হিজরীতে ওফাত গ্রহন করেন। শাহাদাতের সময় হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর বয়স ছিলাে ৪৭ বছর।
(তাকরীবুল হাযিব লিইবনে হাজর আসকালানী, ৩৪০ পৃষ্ঠা)।
(২৯) জানাযার নামায
হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ জানাযার নামায হযরত সায়্যিদুনা সাঈদ বিন আ’স رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ পড়িয়েছেন, যিনি সেই সময় মদীনা মুনাওয়ারার زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا গভর্নর ছিলেন। হযরত সায়্যিদুনা ইমামে হুসাইন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ তাঁকে জানাযা পড়ানাের জন্য অনুরােধ করেন। (আল ইস্তিয়াব, ১ম খন্ড, ৪৪২ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন