ইমামে হাসানের সন্তানাদি

 

ইমামে হাসানের সন্তানাদি 


তাঁর অনেক সন্তান ছিলাে, ইমাম ইবনে জাওযী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  তাঁর শাহাজাদাদের সংখ্যা ১৫জন এবং শাহাজাদিদের সংখ্যা ৮জন লিখেছেন। (আল মুনতাযাম, ৫ম খন্ড, ২২৫ পৃষ্ঠা) আর ইমাম মুহাম্মদ বিন আহমদ যাহবী   رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  তাঁর ১২জন শাহাজাদার নাম লিখেছেন: হাসান, যায়িদ, তালহা, কাসিম, আবু বকর এবং আব্দুল্লাহ এই ছয়জন তাঁদের 

চাচাজান সায়্যিদুশ শুহাদা হযরত সায়্যিদুনা ইমামে হুসাইন  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর সাথে কারবালার ময়দানে শাহাদতের অমীয় সূধা পান করেন। বাকী ছয়জন হলাে: আমর, আব্দুর রহমান, হুসাইন, মুহাম্মদ, ইয়াকুব এবং ইসমাঈল رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمۡ اَجۡمَعِیۡن

হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর বংশ (অর্থাৎ হাসানী সায়্যিদের) ধারাবাহিকতা হযরত সায়্যিদুনা হাসান মুসান্না এবং হযরত সায়্যিদুনা যায়িদ رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর মাধ্যমে বিস্তার লাভ করে।(সীয়রে আ'লামুন নিবালা, ৪র্থ খন্ড, ৪০১ পৃষ্ঠা)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন