জানাযায় মানুষের ভিড়
হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর জানাযায় এমন ভিড় ছিলাে যে, হযরত সায়্যিদুনা ছা'লাবা বিন আবী মালিক رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: আমি ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর জানাযায় অংশগ্রহন করলাম, তাঁকে জান্নাতুল বকীতে তাঁর সম্মানীতা আম্মাজানের পাশেই দাফন করা হয়, আমি জান্নাতুল বকীতে মানুষের এমন ভিড় দেখলাম যে, যদি একটি সুইও ফেলা হতাে তবে ভিড়ের কারণে তা মাটিতে পড়তাে না বরং কোন না কোন মানুষের মাথায় পড়তাে। (আল আসাবা, ২য় খন্ড, ২৫ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন