এমন সৃষ্টি পুর্বে কখনােই দেখিনি
ওফাত নিকটবর্তী হতেই হযরত সায়্যিদুনা ইমামে হুসাইন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ দেখলেন যে, সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর আতঙ্ক বিরাজ করছিলাে। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ তাঁর সান্তনার জন্য আরয করলেন: ভাইজান! আপনি অসন্তুষ্ট কেন? রাসূলুল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এবং হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর খেদমতে আপনার অতি শীঘ্রই উপস্থিত হওয়ার সৌভাগ্য নসীব হবে এবং তাঁরা উভয়ে আপনার নানাজান এবং আব্বাজান, আর হযরত খাদীজাতুল কুবরা, হযরত ফাতিমাতুয যাহরা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর দরবারে উপস্থিতি হবে আর তাঁরা উভয়ে আপনার নানিজান এবং আম্মাজান। হযরত কাসিম ও তাহির رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর দীদার নসীব হবে এবং তাঁরা আপনার মামা এবং হযরত হামযা ও জাফর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর সাথে সাক্ষাত হবে এবং তারা হলাে আপনার চাচা। হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: হে ভাই! আজ আমি এমন এক ব্যবস্থাপনায় প্রবেশকারী, যাতে আমি পূর্বে কখনো প্রবেশ করিনি এবং আজ আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য হতে এমন এক সৃষ্টিকে দেখছি, যার মতো আমি আর কখনো দেখিনি। (তারীকুল খুলাফা,১৫৩ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন