নামাযের সময় রঙ পরিবর্তন হয়ে যেতাে
হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ যখনই ওযু করে নিতেন তখন তাঁর রঙ পরিবর্তন হয়ে যেতাে। এর কারণ জিজ্ঞাসা করা হলে বলেন: “যে ব্যক্তি আরশের মালিক (অর্থাৎ আল্লাহ তাআলা) এর দরবারে উপস্থিতির ইচ্ছা করে তবে হক হলাে এটি যে, তার রঙ পরিবর্তন হয়ে যাওয়া।” (ওয়াফিয়াতুল ইয়ান, ২য় খন্ড, ৫৬ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন