কামালাতে বেলায়েতঃ কামালাতে বেলায়েত মাকামের সায়ের বা ভ্রমণের মধ্যে বিভিন্ন স্তর আছে। অনেকে এমন হন যে, তিনি বেলায়েতের স্তরগুলি থেকে, মাত্র একটি স্তর হাসিলের ক্ষমতা রাখেন। কিছু লোক এমন থাকেন, যারা দুটি স্তর হাসিলের যোগ্যতা রাখেন এবং কিছু লোক তিনটি স্তরও লাভের ক্ষমতা রাখেন। একটি সম্প্রদায় এমনও আছেন, যারা চারটি স্তর হাসিলের যোগ্যতা রাখেন এবং এমন কিছু লোক আছেন, যাদের মধ্যে পাঁচটি স্তর হাসিলের যোগ্যতা আছে। কিন্তু তাঁদের সংখ্যা খুবই নগণ্য।
এই পাঁচটি স্তরের মধ্যে প্রথম স্তরটি হাসিলের সম্পর্ক হলো তাজাল্লীয়ে আফ’আল বা আল্লাহতায়ালার দৈনন্দিন পার্থিব কার্যকলাপ সুসম্পন্ন করার শক্তি প্রকাশের সঙ্গে। দ্বিতীয় স্তরটি লাভের সম্পর্ক হলো— তাজাল্লীয়ে সিফাত বা আল্লাহতায়ালার গুণাবলীর আবির্ভাবসমূহের প্রকাশস্থলের সঙ্গে এবং অবশিষ্ট তিনটি স্তর হাসিলের সম্পর্ক হলো, তাজাল্লীয়ে যাতি বা মূল সত্ত্বার আবির্ভাবস্থলের সঙ্গে, যার বিভিন্ন স্তর আছে।
এই দরবেশের অধিকাংশ বন্ধু-বান্ধব তৃতীয় স্তরের সঙ্গে সম্পর্ক রাখেন। এমন কিছু লোক আছেন, যারা চতুর্থ স্তরের সঙ্গে সম্পর্ক রাখেন এবং তাদের চেয়ে কম, অতি অল্পসংখ্যক এমন লোক আছেন, যারা পঞ্চম স্তরের সঙ্গে সম্পর্ক রাখেন এবং এই স্তর বেলায়েত মাকামের সর্বশেষ স্তর। এই দরবেশের কাছে যে কামালাত বা পূর্ণতাটি গ্রহণীয়, তা এই সমস্ত স্তরেরও পরে। সাহাবায়ে কেরামদের পরে এই কামালাতের প্রকাশ লাভ আর ঘটেনি, যা জযবা ও সুলূকেরও ঊর্ধ্বে। ভবিষ্যতে এই কামালাতের প্রকাশ হজরত ইমাম মেহেদীর মধ্যে ঘটবে— ইনশাআল্লাহ্। শ্রেষ্ঠতম মানুষের প্রতি সালাত ও সালাম।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন