নফী ও ইছবাত জিকির সম্পর্কেঃ কলেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু (অর্থাৎ নাই কোনাে ইলাহ-আল্লাহ্ ছাড়া) এর সঙ্গে, নফী ও ইছবাতের জিকিরের মধ্যে সবচাইতে বুলন্দ দর্জা এই যে, যা কিছু দৃষ্টিতে ও জ্ঞানে এবং কাশফ ও মুশাহিদার মধ্যে আসে, তা নিছক পবিত্র ও অবর্ণনীয় হলেও তার সবকিছুকে ‘নফী’ বা ‘না’ এর মধ্যে প্রবেশ করাতে হবে এবং “ইছবাত’ বা ‘হা' হিসাবে বলবার সময় কলবের সমন্বয়ে মুখে আল্লাহ বলতে হবে। এতদ্ব্যতীত এর মধ্যে আর কোনােকিছুর অংশ থাকবে না। যেমন কোনাে কবির ভাষায়:
'আনকা শিকার যায় না করা
জাল তুলে নাও- হে শিকারী,
জাল যে পাতে আনকা আশায়
শূন্য হাতে যায় সে ফিরি’।
তাদের উপর শান্তি বর্ষিত হােক, যারা হেদায়েতের অনুসারী এবং মােস্তফা সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের পূর্ণ অনুসরণকারী। তাঁর স. পরিবার পরিজনদের উপর সালাত ও সালাম।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন