কলেমায়ে তাইয়েবার ফযীলত সম্পর্কেঃ যদি কলেমায়ে তাইয়েবা লা-ইলাহা ইল্লাল্লহ’ না হতাে, তবে আল্লাহ্ জাল্লা সুলতানুহুর প্রতি কে রাস্তা দেখাতাে? কে তৌহিদের চেহারার উপর থেকে পর্দা উন্মােচন করতাে? কে জান্নাতের দরওয়াজা সমূহ খুলতাে? অসংখ্য মানবীয় গুণাবলী ‘লা’ বা ‘নাই’ এর তলােয়ার দ্বারা কর্তিত হয় এবং দুনিয়ার সঙ্গে সম্পর্কিত অগণিত বস্তু এই 'নফী’ বা নাই এর পুনরুক্তির বরকতে দূর হয়ে যায়। আর এই কলেমার নফীর অংশ অর্থাৎ ‘লা’ বাতিল মা'বুদসমূহকে ধ্বংস করে দেয় এবং এর ইছবাতের অংশ (অর্থাৎ ইল্লাল্লহ), মা’বুদে বরহক জাল্লা শানুহুকে দৃঢ় ও অটল করে। সালেক এই কলেমার সাহায্যে ইমকান বা সম্ভাব্যের স্তরসমূহ অতিক্রম করে এবং আরেফ বা আধ্যাত্মিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি এই কালেমার বরকতে আবশ্যকীয় মি’রাজ বা উর্ধ্বারােহণ সম্পন্ন করে। এই কলেমাই তাে তাজাল্লিয়াতে আফ’আল থেকে মানুষকে তাজাল্লিয়াতে সিফাত পর্যন্ত নিয়ে যায় এবং তাজাল্লিয়াতে সিফাত থেকে তাজাল্লিয়াতে যাতে পৌছে দেয়। যেমন কোনাে কবির ভাষায়ঃ
‘লা’-র ঝাড়ুতে রাস্তা যখন।
হবে না পরিষ্কার
কেমনে তুমি পৌঁছবে বল।
ঘরে ইল্লাল্লাহর।
তাদের উপর শান্তি বর্ষিত হােক, যারা হেদায়েতের অনুসারী এবং মােস্তফা সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের পূর্ণ অনুসরণকারী।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন