হাকীকতে কোরআন, হাকীকতে কা'বা ও হাকীকতে মােহাম্মদী


হাকীকতে কোরআন, হাকীকতে কা'বা ও হাকীকতে মােহাম্মদী সম্পর্কেঃ হাকীকতে কোরআন ও হাকীকতে কা'বায়ে রাব্বানীর স্থান হাকীকতে মােহাম্মদী স, এর উপরে। সুতরাং হাকীকতে কোরআন, হাকীকতে মােহাম্মাদীর ইমাম ও পথ প্রদর্শক এবং হাকীকতে কাবায়ে রাব্বানী, হাকীকতে মােহাম্মাদী স. এর সিজদার স্থান হয়েছে। আরাে লক্ষ্যণীয় যে, হাকীকতে কা’বায়ে রাব্বানীর দরজা, হাকীকতে কোরআনের উপর। সেখানকার অবস্থা সম্পূর্ণ ‘বে সিফাতি ও বেরঙি বা রূপ গুণহীন। আর এ মাকামে শান ও ই'তিবারের কোনাে স্থান নেই, বরং এই দরবারে পবিত্র ও পরিশুদ্ধিকরণেরও কোনাে ক্ষমতা নেই। যেমন কোনাে কবির ভাষায়ঃ

তথাকার সব চীজ হয় যে এমন,

বর্ণনার ঊর্ধ্বে তা, কি করি এখন। 

এটা এমনই মারেফাত, যে সম্পর্কে কোনাে আহলুল্লাহ মুখ খােলেননি, এমন কি ইংগিত ও ইশারাতেও এ সম্পর্কে কেউই কিছু বলেননি। এই ফকীরকে, এ মহান মারেফাতে ভূষিত করা হয়েছে এবং তুল্য সহযােগীদের মধ্যে সম্মানিত করা হয়েছে। এর সবকিছুই আল্লাহর হাবীবের দানে এবং বরকতে আমার নসীব হয়েছে। তাঁর স. এবং তাঁর পরিবার পরিজনদের উপর পূর্ণ শান্তি ও রহমত বর্ষিত হােক।

হাকীকতে কা’বার স্থানে, হাকীকতে মােহাম্মাদীর উরুজ সম্পর্কে প্রকাশ থাকে যে, কা’বার সুরত বা আকৃতি যেমন বস্তুর সুরতের সিজদার স্থান, তদ্রুপ হাকীকতে কা’বাও ঐ সমস্ত বস্তুর হাকীকতের সিজদার জায়গা। এখন আমি একটি আশ্চর্য ধরনের কথা বলবাে, যা এর আগে কেউই শােনেনি এবং কোনাে বর্ণনাকারী একথা বর্ণনা করেননি। এই রহস্য আল্লাহ্ সুবহানুহু ওয়া তায়ালা তাঁর একান্ত অনুগ্রহে কেবলমাত্র ইলহামের মাধ্যমে আমাকে জানিয়েছেন। উক্ত রহস্য এইঃ ‘সারওয়ারে কায়েনাত সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের ইনতিকালের এক হাজার বৎসরের পরে এমন এক যামানা আসবে, যখন হাকীকতে মােহাম্মদী স্বীয় মাকাম থেকে উরুজ বা উর্ধ্বাগমন করে হাকীকতে কাবার সঙ্গে মিলিত হবে। এ সময় হাকীকতে মােহাম্মাদীর নাম হবে হাকীকতে আহমদী এবং তা 'যাতে আহাদ' বা একক যাতের জাল্লা সুলতানুহুর প্রকাশস্থল হবে। তখন উভয় মুবারক নাম (মােহাম্মাদ ও আহমদ), হাকীকতে মােহাম্মাদী ও হাকীকতে কা’বার মধ্যে স্থিত হবে। এ সময় হাকীকতে মােহাম্মাদীর প্রথম মাকাম (যেখানে তা ইতােপূর্বে ছিলাে) খালি থাকবে এবং তা ততােদিন খালি থাকবে, যতােদিন না হজরত ঈশা আলায়হিস্ সালাতু ওয়াস্ সালাম অবতরণ করবেন। তিনি অবতরণের পর, শরীয়তে মােহাম্মাদী সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের উপর আমল করবেন। এই সময় হাকীকতে ঈসুবী স্বীয় মাকাম হতে ‘উরুজ বা উর্ধ্বগমন করে, হাকীকতে মােহাম্মাদীর স. শূন্যস্থানে অবস্থান গ্রহণ করবে, যা এতােদিন খালি ছিলাে।

_______________

কিতাব: মাবদা ওয়া মা'আদ

কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি  আলাইহি

অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক

Post a Comment

নবীনতর পূর্বতন