সিফাতে বারী তায়া'লা


সিফাতে বারী তায়া'লা সম্পর্কেঃ আল্লাহতায়ালার সিফাতে ওয়াজিবী বা অত্যাবশ্যকীয় গুণাবলী তিন ধরনের। প্রথম হলাে সিফাতে ইযাফীয়া বা অতিরিক্ত গুণাবলী। যেমন - সৃষ্টিকারী, রিযিক দাতা ইত্যাদি। দ্বিতীয় হলাে সিফাতে হাকাকিয়া বা প্রকৃত গুণাবলী, কিন্তু এর সঙ্গে অতিরিক্ত গুণাবলীও মিশ্রিত আছে। যেমন-“ইলম, কুদরত, ইরাদা, শ্রবণ, দর্শন ইত্যাদি এবং তৃতীয় হলাে— হাকীকতে মহয বা বিশুদ্ধ হাকীকত। যেমন— হায়াত বা জীবন। এর মধ্যে অতিরিক্ত সিফাত মিশ্রিত নেই। আর আমাদের নিকট সিফাতে ইযাফীয়ার অর্থ হলাে এমন গুণাবলী যা দুনিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। তৃতীয় অংশটি, তিনটি অংশের মধ্যে সবদিক থেকে পরিপূর্ণ এবং সমস্ত গুণাবলীর মাতাস্বরূপ। সিফাতে ইলম, নিজের সম্পূর্ণতার সঙ্গে সিফাতে হায়াতের অধীন। আর সিফাত ও শুয়ুনাতের এই বৃত্ত- সিফাতে হায়াতের উপর সমাপ্ত হয়। বস্তুতঃ উদ্দিষ্ট স্থানে পৌছবার দরওয়াজা হলাে এই সিফাত। যেহেতু সিফাতে হায়াতের মরতবা সিফাতে ইলমের উপরে। কারণ, ঐ স্থানে পৌছবার জন্য ইলমের বিভিন্ন স্তর অতিক্রম করা প্রয়ােজন। চাই তা ইলমে জাহির বা প্রকাশ্য ইলম হউক বা ইলমে বাতিন বা গােপন ইলম কিংবা ইলমে শরীয়ত হউক বা ইলমে তরীকত। খুব কমসংখ্যক ব্যক্তিই এই স্তরে উপনীত হতে পারে। যারা সংকীর্ণতা থেকে স্বীয় দৃষ্টি এই দিকে নিক্ষেপ করে, তাদের সংখ্যাও খুবই কম। আমি এই মাকামের গােপন তথ্যাবলী থেকে যদি একটিও প্রকাশ করি, তবে আমার গর্দান উড়িয়ে দেওয়া হবে।যেমন কোনাে কবির ভাষায়:

এর পরে কিছু বলা নয় সমীচীন

এই ভালাে যদি থাকি গােপনে বিলীন।

তাদের উপর শান্তি বর্ষিত হােক, যারা হেদায়েতের অনুসারী এবং হজরত মােহাম্মদ মােস্তফা সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের পূর্ণ ইত্তেবাকারী।

_______________

কিতাব: মাবদা ওয়া মা'আদ

কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি  আলাইহি

অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক

Post a Comment

নবীনতর পূর্বতন