ওলীর বেলায়েত, নবীর বেলায়েতেরই অংশঃ ওলীর বেলায়েত, স্বীয় নবীর বেলায়েতেরই একটি অংশ মাত্র। ওলীর যতাে উঁচু মরতবাই হাসিল হােক না কেনাে, তা ঐ নবীর প্রাপ্ত মরতবাসমূহের একটি অংশ মাত্র। আংশিকের মর্যাদা যতােই হােক না কেনাে, তা সমস্ত অংশের চাইতে অবশ্যই কম। কেননা, পূর্ণ অংশ, কিছু অংশ হতে অধিক, এটাই বাস্তব সত্য। সেই ব্যক্তি আহমক যে এইরূপ ধারণা করে যে, কিছু অংশ, পূর্ণ অংশের চাইতে অধিক। কেননা, পূর্ণ অংশের অর্থ হলাে, অন্যান্য অংশের সঙ্গে, এই কিছু অংশও পূর্ণ অংশের মধ্যে মওজুদ আছে।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন