জীনদের অবস্থা সম্পর্কেঃ একদা জীনদের অবস্থা এই ফকীরের উপর প্রকাশ করা হয়। এই ফকীর দেখতে পায় যে, জীনেরা মানুষের মতাে বিভিন্ন অলিতে গলিতে বিচরণ করছে এবং প্রত্যেক জীনের মাথার উপর একজন ফিরিশতা নিয়ােজিত আছে। আর ঐ জীনটি ফিরিশতার ভয়ে মাথা তুলতে পারছে না এবং নিজের ডানে ও বামে দৃষ্টিপাত করতেও সক্ষম হচ্ছে না। তারা কয়েদী এবং শৃঙ্খলাবদ্ধদের ন্যায় বিচরণ করছে এবং কোনােরূপ বিরােধিতার শক্তি তাদের নেই। কিন্তু যখন আল্লাহতায়ালা ইচ্ছা করেন, তখন তারা কিছু করে। এই সময় আমার নিকট এরকম মনে হলাে যে, নিয়ােজিত ফিরিশতাদের হাতে লােহার গদা আছে, যদি তারা জীনদের থেকে সামান্যতম বিরােধিতার আশংকা করে, তবে একই আঘাতে সে জীনের জীবন শেষ করে দিতে প্রস্তুত। যেমন কোনাে কবির ভাষায়:
সৃষ্টি করেছেন প্রভু-উত্তম ও অধমে,
রেখেছেন শক্তিহীনকে শক্তির কদমে।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন