তাকলীদ ও ইততিবায়ের ফযীলত সম্পর্কেঃ সূফীয়ায়ে কিরামের তরীকা থেকে, বরং মিল্লাতে ইসলাম থেকে বড় অংশ ঐ ব্যক্তিই লাভ করেছে, যার মধ্যে তাকলীদ বা অনুসরণের স্বভাব ও অনুসরণের অভ্যাস সর্বাধিক পরিমাণে বিদ্যমান। এখানে কার্যের সফলতা তাকলীদের উপর নির্ভরশীল এবং এই মাকামের ব্যাপারাদি পায়রবী বা আনুগত্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আম্বীয়া আলায়হিমুস সালাতু ওয়াত্ তাস্লীমাতের অনুসরণ সুউচ্চ দরজায় বা স্তরে পৌছে দেয় এবং সুফীদের পায়রবী উচ্চতম উর্ধ্বগমনে নিয়ে যায়। হজরত আবুবকর সিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর মধ্যে যেহেতু এই ফিতরাত বা স্বভাব সবচাইতে বেশী পাওয়া যায়, সেইহেতু তিনি বিনা বিলম্বে নবুয়তের স্বীকারােক্তির সৌভাগ্য অর্জন করে সিদ্দীক বা সত্যবাদীদের নেতা নির্বাচিত হয়েছেন। অপরপক্ষে, অভিশপ্ত আবু জেহেলের মধ্যে তাকলীদ ও পায়রবীর স্বভাব না থাকায়, সে এই সৌভাগ্যের দ্বারা সৌভাগ্যভান্বিত হতে পারেনি। ফলে, সে অভিশপ্তদের দলনেতা হয়েছে। মুরীদেরা যে কামাল বা পূর্ণতা হাসিল করে, তা স্বীয় পীরের অনুসরণের দ্বারাই হাসিল করে। পীরের ভুলও মুরীদের শুদ্ধ হতে উৎকৃষ্ট। এ কারণে হজরত আবু বকর রা. হজরত পয়গম্বর আলায়হিস্ সালাত ওয়াস সালামের ভুলের আকাঙ্খা করতেন এবং বলতেন, কতােই না ভালাে হতাে, যদি আমি মােহাম্মদ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের ভুল হতে পারতাম। হজরত পয়গম্বর আলায়হিস্ সালাত ওয়াস সালাম হজরত বেলাল রা. সম্পর্কে বলেন ‘বেলালের ‘সীন’ শবদটি আল্লাহতায়ালার নিকট ‘শীনের' ন্যায় । হজরত বেলাল রা. অনারব হাবশের অধিবাসী থাকায়, আযানের সময় ‘আসহাদু' উচ্চারণ করতেন এবং আল্লাহর মহান দরবারে তাঁর ‘আসহাদু’ বলা ‘আশহাদু হিসেবে গৃহীত হতাে। সুতরাং হজরত বেলাল রা. এর এই ত্রুটি অন্যদের বিশুদ্ধ উচ্চারণ হতে উত্তম। যেমন কোনাে কবির ভাষায়ঃ
তব উচ্চারণ-আশহাদুর উপর,
হাসে যে-আসহাদু বেলালের।
আমি একজন বন্ধুর নিকট শুনেছিঃ যে সকল দোয়া মাশায়েখদের নিকট থেকে বর্ণিত আছে, হঠাৎ যদি কেউ তার মধ্যে কোনােরূপ ভুল ত্রুটি করে গিয়ে থাকেন এবং তা সেই বিকৃত অবস্থায় অনুসারীরা তা পড়তে থাকে, যেইরূপে শায়েখ পড়তেন, তবুও তা ফলদায়ক হবে। কিন্তু যদি তা বিশুদ্ধভাবে পঠিত হয়, তবে তা ফলদায়ক হয় না। আল্লাহতায়ালা আমাদেরকে আম্বীয়া আ. এর তাকলীদ এবং আওলীয়াদের পায়রবীর উপর সুদৃঢ় রাখুন এবং রসুলেপাক সল্লাল্লাহু আলায়হি ওয়া সালাল্লামের পূর্ণ অনুসরণের তওফীক দান করুন। আমীন।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন