কোনো হাল আগমনের পর, তা গায়ের হয় কেনো?

 

কোনো হাল আগমনের পর, তা গায়ের হয় কেনো?- সে সম্পর্কেঃ একজন  সালেক বা পথিক জিজ্ঞাসা করেছেন, এই রাস্তায় (আল্লাহ প্রাপ্তির) চলার সময়  একটি হাল বা অবস্থার সৃষ্টি হয়, যা কিছুদিন বিদ্যমান থাকার পর আবার গায়েব  বা অদৃশ্য হয়ে যায়- এর কারণ কি? আবার কিছুদিন পর পূর্বের অবস্থা প্রকাশ  পায় এবং পুনরায় অদৃশ্য হয়ে যায়। এরকম যতদিন আল্লাহ্তায়ালা চান- হতে  থাকে। (এর কারণ কি?)  

এ প্রশ্নের উত্তর এই যে, প্রত্যেক ব্যক্তির সাতটি লতীফা বা সূক্ষ্ম মাকাম আছে  এবং প্রত্যেক লতীফার প্রাধান্যের সময় আলাদা আলাদা। আবির্ভূত হাল কোনো  একটি সূক্ষ্ম লতীফায় প্রকাশ পায়, পরে উক্ত লতীফার উপর কোনো শক্তিশালী হাল  প্রকাশ পেলে সালেকের সার্বিক অবস্থা উক্ত লতীফার রঙে রঞ্জিত হয়ে যায় এবং  এই অবস্থা অন্যান্য লতীফার উপরও বিস্তার লাভ করে। যতোক্ষণ উক্ত লতীফার  উপর এই অবস্থা স্থির থাকে ততোক্ষণ তার এই হাল থাকে। তারপর যখন উক্ত  লতীফার প্রাধান্য শেষ হয়ে যায়, তখন ঐ হালও বিদূরিত হয়। কিছুদিন পরে যদি  উক্ত অবস্থা পুণঃ প্রকাশ পায়, তখন দুটি অবস্থা হয়ে থাকে। হয়তো ঐ অবস্থাটি  প্রথম লতীফার উপর প্রকাশ পাবে, এ অবস্থায় সালেকের উন্নতির রাস্তা উন্মুক্ত হয়ে  যায় এবং এই দ্বিতীয় লতীফায়ও প্রথম লতীফার মতো অবস্থা প্রকাশ পেতে  থাকে। কেননা, উক্ত অবস্থা দূরীভূত হওয়ার পর যদি আবার প্রকাশ পায়, তবে  পূর্বের মতো তার দুটি অবস্থা হয়ে থাকে। এরূপ অবস্থা প্রত্যেক লতীফার ব্যাপারে  হয়ে থাকে। অতঃপর যদি উক্ত আবিভর্তূ অবস্থা সমস্ত লতীফার মধ্যে দৃঢ়ভাবে  অনুপ্রবেশ করে, তখন সালেক হাল থেকে মাকামের দিকে ফিরে যায়, অর্থাৎ  সাহেবে হাল বা হালের মালিক থেকে, সাহেবে মাকাম বা মাকামের অধিকারী হয়ে  যায় এবং পতন থেকে নিরাপদ থাকে। আল্লাহ সুবহানুহু তায়া’লা হাকীকতে হাল  বা প্রকৃত অবস্থা সম্পর্কে অধিক ওয়াকিফহাল এবং দরূদ ও সালাম বর্ষিত হোক  দুই জাহানের সর্দার এবং তাঁর পরিবার পরিজনদের উপর। আমিন।  

 _______________

কিতাব: মাবদা ওয়া মা'আদ

কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি  আলাইহি

অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক

Post a Comment

নবীনতর পূর্বতন