ফিরিশতাদের উপর মানুষের ফযীলত সম্পর্কে

 ফিরিশতাদের উপর মানুষের ফযীলত সম্পর্কেঃ তরিকতের রাস্তায় চলার প্রথম দিকে এক সময় আমি দেখলাম যে, আমি একটি স্থানে তওয়াফ করছি এবং অন্য একটি জামা’আতও আমার সঙ্গে তওয়াফ করছে। কিন্তু তাদের চলার গতি এতােই মন্থর যে, যখন আমি তওয়াফের একটি চক্র শেষ করছি, তখন তারা মাত্র দুই তিন কদমের দূরত্ব অতিক্রম করছে। এ সময় আমার মনে হয় যে, এ স্থানটি আরশের উপর অবস্থিত এবং তওয়াফকারী এ জামা'আতটি ফিরিশতাদের জামা’আত। আমাদের নবী স. এর উপর এবং তাদের উপর রহমত এবং শান্তি বর্ষিত হােক। আর আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা স্বীয় রহমতের দ্বারা খাস্ করে নেন এবং আল্লাহ্ বড়ই ফযলওয়ালা বা অনুগ্রহকারী।

_______________

কিতাব: মাবদা ওয়া মা'আদ

কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি  আলাইহি

অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক

Post a Comment

নবীনতর পূর্বতন