থুথু শয়তানের মুখে গিয়ে পড়ে

 

থুথু শয়তানের মুখে গিয়ে পড়ে


প্রিয় ইসলামী ভাইয়েরা! মিশকাত শরীফের “বাবুল ওয়াসওয়াসা” এর মধ্যে উল্লেখিত আরো একটি হাদীসে পাকে

রয়েছে, যেখানে ‘কুমন্ত্রণার প্রতিকারে’র জন্য বাম দিকে ৩ বার থুথু নিক্ষেপ করার কথা উল্লেখ রয়েছে, এই হাদীসে পাকের আলোকে প্রসিদ্ধ মুফাসসির, হাকীমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) বলেন: এই থুথু শয়তানের মুখে গিয়ে পড়ে, যার ফলে সে অপদস্থ হয়ে পালিয়ে যায়, কেননা শয়তান অধিকাংশ সময় বাম দিক দিয়ে আসে। এ থেকে বুঝা যায় যে, কখনো কখনো থুথুর কারনেও শয়তান পালিয়ে যায়।


 (মিরআত, ১ম খন্ড, ৮৮ পৃষ্ঠা)



সাগে মদীনা 'র  ُলিখক এর অনেক অভিজ্ঞতা রয়েছে যে, যখন ইস্তিঞ্জাখানায় শয়তানের কুমন্ত্রণা আসে, তখন বাম কাঁধের দিকে ৩ বার থুথু দেয়ার ফলে শয়তান অপদস্থ হয়ে পালিয়ে যাবে।



(ইস্তিঞ্জাখানায় লা হাওলা শরীফ ও অন্যান্য দোয়া ইত্যাদি পড়া নিষেধ)



না ওয়াসওয়াসা আয়ে না মুঝে গান্ধে খেয়ালাত,


কর যেহেন কা আল্লাহ আতা কুফলে মদীনা

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন