আমি একজন অসুস্থ মানুষ, তায়াম্মুম করে নামায পড়ি। এমতাবস্থায় যদি কোন সময় গােসল ফরজ হয়ে যায়, তাহলে কি গােসল করতেই হবে? নাকি তায়াম্মুম করলেই চলবে?

 প্রশ্ন : আমি একজন অসুস্থ মানুষ, তায়াম্মুম করে নামায পড়ি। এমতাবস্থায় যদি কোন সময় গােসল ফরজ হয়ে যায়, তাহলে কি গােসল করতেই হবে? নাকি তায়াম্মুম করলেই চলবে?

উত্তর : যদি এমন রােগ হয় গােসল করলে ঐ রােগ বেড়ে যায় বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে ফরজ গােসলের স্থলেও তায়াম্মুম করে নামায আদায় করবে। (কিতাবুল হিদায়া ও ফাতহুল কৃণীর, তাহারাত ও তায়াম্মুম অধ্যায় ইত্যাদি। 

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪৪)।


উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)।

Post a Comment

নবীনতর পূর্বতন