আমার অফিসের কাজ সকাল ৯টা হতে শুরু হয়ে কর্মশেষে বাসায় আসতে রাত ১২টা, ঘুমাতে ১টা বাজে। ফজরের নামায ঘুমে চলে যায়। ঘুম হতে উঠি সকাল ৮টা। যােহরের নামাযের সময় প্রচুর কাজের চাপ। এ দু'ওয়াক্ত (ফজর ও যােহর)। নামায কিভাবে আদায় করবাে? উত্তর দানে এ অধমকে উপকৃত করবেন।

মুহাম্মদ আলী আজম শাহ

মে' গাইড ইন, ১৭, কোর্ট হিল, চট্টগ্রাম

প্রশ্ন : আমার অফিসের কাজ সকাল ৯টা হতে শুরু হয়ে কর্মশেষে বাসায় আসতে রাত ১২টা, ঘুমাতে ১টা বাজে। ফজরের নামায ঘুমে চলে যায়। ঘুম হতে উঠি সকাল ৮টা। যােহরের নামাযের সময় প্রচুর কাজের চাপ। এ দু'ওয়াক্ত (ফজর ও যােহর)। নামায কিভাবে আদায় করবাে? উত্তর দানে এ অধমকে উপকৃত করবেন।

উত্তর : দেরীতে নিদ্রা যাওয়ার অজুহাতে নিয়মিত ফজরের নামায কাজা করার অভ্যাস অত্যন্ত মারাত্মক অপরাধ। দিনের অন্যান্য নামাযের চেয়ে ফজরের নামাযের গুরুত্ব সর্বাধিক। তাই এ প্রকার কু-অভ্যাস পরিত্যাগ করা অপরিহার্য। অনিচ্ছাকৃত কারণে কখনাে নিদ্রা থেকে উঠতে দেরী হলে (যােহরের পূর্বে) জাগ্রত হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব দু'রাকাত সুন্নাতসহ ফজরের নামায আদায় করে নেবে।

ফজরের দু'রাকাত সুন্নাত দিনের অন্যান্য সুন্নাতের চেয়ে বেশি গুরুত্বহ। আর সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর আদায় করলে তখন শুধুই দু'রাকাত ফরজ নামাযের কাজা আদায় করবে। প্রথমে কাজা নামায আদায় করবে তারপর ওয়াক্তিয়া নামায।

বস্তুত: অনিদ্রা বা কাজের চাওএর অজুহাত দেখিয়ে এভাবে নিয়মিত এক বা দু'ওয়াক্ত নামায কাজা করা সম্পূর্ণ হারাম ও মারাত্মক অপরাধ। এ জাতীয় কু-অভ্যাস পরিত্যাগ করা অবশ্যই অপরিহার্য। আল্লাহ হেদায়ত দান করুন;আ-মিন।

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪৪-১৪৫)।


উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)।



Post a Comment

নবীনতর পূর্বতন