শিশু পানিতে হাত দিলো, তবে?
অনেক সময় ছোট্ট শিশুরা পানিতে হাত দিয়ে দেয়, তখন
মানুষ সন্দেহে পরে যায় যে, পানি পবিত্র আছে নাকি অপবিত্র হয়ে গেছে! এই বিষয়েও সন্দেহে পরার কোন প্রয়োজন নেই, কেননা ফুকাহায়ে কিরামগণ (রহমাতুল্লাহি আলাইহিম) আদেশ দিচ্ছেন: “যে পানিতে শিশুরা হাত বা পা দিয়ে দেয়, তবে তা পবিত্র, যতক্ষণ পর্যন্ত নাপাকী
প্রমানিত না হয়।”
(ফতোয়ায়ে রযবীয়া, ৪র্থ খন্ড, ৪৮৬ পৃষ্ঠা)
তাহারাত কে বা‘রে মে শয়তান আকছার,
দেলা তা হে শক, হো করম ইয়া ইলাহী!
صَلُّوْا عَلَيْ الْحَبِيْب صَلَّي الله عَلَيْ مُحَمَّد
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন