শয়তানের দু’টি ধরণ
এটা তো ছিলো “জ্বিন শয়তান” এর কুমন্ত্রণার বর্ণনা। অনুরূপভাবে “শয়তানুল ইনস” অথার্ৎ “মানুষ শয়তান”ও পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে এবং মনে সন্দেহ ও সংশয় প্রদান করে। যেমনটি আমার আক্বা, আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (রহমাতুল্লাহি আলাইহি) এর বর্ণনার সারমর্ম হলো:
শয়তানের দু’টি ধরণ রয়েছে:
(১) জ্বিন শয়তান অথার্ৎ অভিশপ্ত ইবলিশ এবং তার বংশধর।
(২) মানুষ শয়তান অথার্ৎ কাফির ও বদ মাযহাবীদের দাওয়াত প্রদানকারী এবং তাদের ধর্মের প্রতি আহ্বানকারী। তিনি আরো বলেন: আয়িম্মায়ে দ্বীনরা বলেন যে, “মানুষ শয়তান জ্বিন শয়তান থেকে ভয়ঙ্কর হয়ে থাকে।”
(ফতোয়ায়ে রযবীয়া ১ম খন্ড, ৭৮০-৭৮১ পৃষ্ঠা)
আল্লাহ তায়ালাَ সূরা নাস’এ এই দু’ধরণের শয়তান হতে আশ্রয় প্রার্থনার আদেশ দিয়েছেন। অতএব আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
ইংরেজি: Who whispers [evil] into the breasts of mankind - From among the jinn and mankind."
কানযুল ঈমান থেকে অনুবাদ:যে মানুষের অন্তরসমূহে কু-প্ররোচনা প্রদান করে, জ্বিন ও মানুষ।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন