যিকির এবং কুমন্ত্রণার মাঝে যুদ্ধ


যিকির এবং কুমন্ত্রণার মাঝে যুদ্ধ



 হুজ্জাতুল ইসলাম হযরত সায়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন: হযরত সায়্যিদুনা মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) আল্লাহ তায়ালার এই বাণী


مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ


From the evil of the retreating whisperer -


 (পারা ৩০, সূরা নাস, আয়াত ৪)


কানযুল ঈমান থেকে অনুবাদ: তারই অনিষ্ট হতে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে।



 এর তাফসীরে বলা হয়েছে যে, সে (শয়তান) অন্তরে ছেয়ে আছে, যখন মানুষ আল্লাহ তায়ালার যিকির করে তখন সে সংকুচিত হয়ে যায়, যখন উদাসীন হয় তখন সে অন্তরে ছড়িয়ে পরে। আর আল্লাহ তায়ালার যিকির এবং শয়তানের কুমন্ত্রণার মাঝে যুদ্ধে এভাবেই অব্যহত থাকে, যেমনিভাবে আলো এবং অআঁধার, তাছাড়া রাত ও দিনের মাঝে লড়াই অব্যহত থাকে, এই দুটি অর্থাৎ যিকির ও কুমন্ত্রণা একে অপরের বিরোধী। আল্লাহ তায়ালা (২৮ পারা, সূরাতুল মুজাদালাহ এর ১৯ নং আয়াতে) ইরশাদ করেন:


ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِۚ أُو۟لَٰٓئِكَ حِزْبُ ٱلشَّيْطَٰنِۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱلشَّيْطَٰنِ هُمُ ٱلْخَٰسِرُونَ


ইংরেজি: Satan has overcome them and made them forget the remembrance of Allah . Those are the party of Satan. Unquestionably, the party of Satan -  they will be the losers.


কানযুল ঈমান থেকে অনুবাদ: তাদের উপর শয়তান বিজয়ী হয়ে গেছে, সুতরাং তাদের নিকট থেকে আল্লাহর স্মরণকে ভূলিয়ে দিয়েছে।

(ইহয়াউল উলুম, ৩য় খন্ড, ৩৫ পৃষ্ঠা)।


_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন