শয়তান অন্তরকে কখন গ্রাস করে


শয়তান অন্তরকে কখন গ্রাস করে


হযরত সায়্যিদুনা আনাস (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) বলেন: নবীয়ে আকরাম, নূরে মুজাস্সাম, শাহে বনী আদম (ﷺ) ইরশাদ করেন: শয়তান মানুষের অন্তরে নিজের শুঁড় রাখে, যদি সে আল্লাহ তায়ালার যিকির করে, তবে সে সংকুচিত হয়ে যায় আর যদি আল্লাহ তায়ালাকে ভুলে যায়, তবে তার অন্তরকে গ্রাস করে নেয়।


(আবু ইয়ালা, ৩য় খন্ড, ৪৫৩ পৃষ্ঠা, হাদীস নং- ৪২৮৫)



৪০ বছরের ব্যক্তি যদি তাওবা না করে, তবে...  বর্ণিত আছে, যখন মানুষের বয়স চল্লিশ বছর হয়ে যায় এবং তাওবা করেনা, তখন শয়তান তার চেহেরার উপর নিজের হাত বুলিয়ে দেয় আর বলে: এই চেহেরার প্রতি উৎসর্গ হয়ে যাও, যা কল্যাণ পাবে না।


(ইহইয়াউল উলুম, ৩য় খন্ড, ৩৫ পৃষ্ঠা)



শাহজাদায়ে আ’লা হযরত, তাজেদারে আহলে সুন্নাত, হুযুর


মুফতীয়ে আযম আল্লাহ তায়ালার দারবারে আরয করেন:



জু হে গা’ফিল তেরে যিকির সে যুলজালাল,


উস কী গাফলত হে উস পর ওয়াবা‘ল ওয়া নাকাল,


কা’রে গাফলত সে হাম কো খোদায়া নিকাল,


হাম হোঁ যা’কির তেরে আউর মযকুর তু,


 সামানে বখশিশ





কুমন্ত্রণার প্রতি মনোযোগ দিবেন না


 


প্রিয় ইসলামী ভাইয়েরা! ‘কুমন্ত্রণা’র একটি প্রতিকার এটাও যে, এর দিক থেকে মনোযোগ ফিরিয়ে নেয়া। আহ! যদি এরূপ হয় যে, যখনই কুমন্ত্রণা আসবে আমরা কল্পনায় মক্কা মুকাররামা  এর সুন্দর মরুদ্যানের চিন্তায় বিভোর হয়ে যেতাম, মসজিদুল হারাম শরীফে উপস্থিত হয়ে হাজরে আসওয়াদকে চুম্বন এবং আনন্দচিত্তে সম্মানিত কাবার চারিদিকে প্রদক্ষিণ করাতে ব্যস্ত হয়ে যেতাম। আহ! প্রিয় মদীনার সুন্দর স্মরনে হারিয়ে যেতাম, মদীনার সুন্দর ও অপরূপ দৃশ্য অবলোকনে মগ্ন হয়ে যেতাম, কখনোবা মদীনার মনোমুগ্ধকর কাঁটার, কখনোবা সেখানকার সুগন্ধময় ফুলের কল্পনায় ডুবে যেতাম। কখনোবা মদীনার সুন্দর উপত্যকার, কখনোবা মদীনার নূরানী গলির সৌন্দর্যে আত্মহারা হয়ে যেতাম। কখনোবা মদীনার হৃদয়াঙ্গম পাহাড়ের, কখনোবা মদীনার মরুভূমির সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে রাখুন, কখনোবা মদিনার পবিত্র পরিবেশের, কখনোবা সুবাশিত বাতাসের কল্পনায় স্বাদ উপভোগ করুন। কখনোবা সবুজগুম্বদের সৌন্দর্যের, কখনোবা সোনালি জালীর সামনে আদব সহকারে উপস্থিত হওয়ার কল্পনা করুন এবং যদি আগ্রহ হয় তবে শাহানশাহে মদীনা (ﷺ) এর সুন্দর কল্পনা করে নিন। আহ! আমাদের মদীনা এবং মদীনা ওয়ালা আক্বা (ﷺ) এমন কল্পনা, হৃদয়োত্তাপ, প্রেম এবং আকর্ষন অর্জিত হয়ে যাক যে, দুনিয়ার চিন্তা এবং অনুশোচনা তাছাড়া শয়তানের কুমন্ত্রণা হতে মুক্ত হয়ে যাই, আহ!



এ্যয়সা গুমাদে উন কি বিলা মে খোদা হাঁমে,


ঢুন্ডা কঁরে পর আপনি খবর কো খবর না হো।


(হাদায়িকে বখশীশ শরীফ)

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন