প্রশ্ন : আশে পাশে ২/৩ মাইলের ভিতর কোন সুন্নী মসজিদ নাই। তাই পাঞ্জেগানা নামায ঘরে কিংবা মসজিদে একা একাই আদায় করি। তাছাড়া অন্য কোন উপায়ও নাই। এখন প্রশ্ন হল- জুমার নামাযও কি একা একাই আদায় করতে হবে? জামাত তরক করলে (বিনা ওজরে) কঠিন গুনাহর সম্মুখীন হবাে না? দলিল সহকারে জানতে চাই।
উত্তর : জুমার নামায একাকী আদায় করার অনুমতি ইসলামী শরীয়তে নেই। বরং জুমার নামায মসজিদেই এবং জামাত সহকারেই আদায় করতে হবে। প্রয়ােজনে অনেক দূরে যেতে হবে। আপনার প্রশ্ন থেকে বুঝা যায় ২/৩ মাইল দুরে গিয়ে নিশ্চয় সুন্নী মসজিদ রয়েছে।
সুতরাং, বিশুদ্ধ আকীদার অনুসারী আপনার পছন্দসই সেই মসজিদে গিয়ে জুমার নামায আদায় করতে পারেন। মনে রাখবেন- দুই-তিন মাইল তেমন দূরে নয়।
সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে এসে প্রিয় নবীজীর পেছনে নামায আদায় করতেন। এমনকি এখনাে অনেক দেশ রয়েছে যেখানে মুসলমানগণ দশ-বিশ মাইল পথ দূরে গিয়ে জুমা-জামাত আদায় করছেন।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪২)।
উত্তর দিয়েছেন :- মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)
একটি মন্তব্য পোস্ট করুন