মাগরীবের তিন রাকাত ফরজ নামাযের সময় যদি কেউ এক রাকাত পায় তার পর বাকী দু'রাকাত পড়তে হলে তাকে দুই বার বসতে হবে। অর্থাৎঃ তাকে তিন রাকাত ফরজ আদায় করার জন্য তিন বার বসতে হয়। তবে সে তিনবার তাশাহুদ পড়বে? এবং বাকী দুই রাকাত নামাযে কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? (যা নিজে পড়বে) জানালে বাধিত হবাে।


 মুহাম্মদ ইকবাল হুসাইন

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম

প্রশ্ন : মাগরীবের তিন রাকাত ফরজ নামাযের সময় যদি কেউ এক রাকাত পায় তার পর বাকী দু'রাকাত পড়তে হলে তাকে দুই বার বসতে হবে। অর্থাৎঃ তাকে তিন রাকাত ফরজ আদায় করার জন্য তিন বার বসতে হয়। তবে সে তিনবার তাশাহুদ পড়বে? এবং বাকী দুই রাকাত নামাযে কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? (যা নিজে পড়বে) জানালে বাধিত হবাে।

উত্তর : তিন বৈঠকেই তাশাহহুদ পড়তে হবে। আর তাশাহহুদের সাথে দরূদ শরীফ ও দু'আ শুধু শেষ বৈঠকেই আদায় করবে। বাকী যে দু'রাকাত নিজে নিজে পড়বে সে ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। কারন,তিন রাকাত বিশিষ্ট নামাযে প্রথম দু' রাকাতে যে কিরআত ছিল তা পরবর্তীতে আদায় করে নেয়ার সময় সেভাবেই পড়তে হবে। (ফতােয়ায়ে হিন্দিয়া, নামায অধ্যায় ইত্যাদি।

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪২)।


উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)।

Post a Comment

নবীনতর পূর্বতন