ইমাম সাহেব অনুপস্থিত থাকার কারণে নামায আদায়কারী এক হাফেজ পুনঃ ইমামতি করলে সবার নামায শুদ্ধ হবে কি? দয়া করে জানাবেন।


তাফাজ্জল হুসাইন আকাশ

দৈলারপাড়া, কুতুবজুম, মহেশখালী, কক্সবাজার


প্রশ্ন : ইমাম সাহেব অনুপস্থিত থাকার কারণে নামায আদায়কারী এক হাফেজ পুনঃ ইমামতি করলে সবার নামায শুদ্ধ হবে কি? দয়া করে জানাবেন।

 উত্তর : যে একবার ফরজ নামাযের ইমামতি করেছে, ঐ একই ব্যক্তি ঐ ফরজ নামাযের ইমামতি অন্যত্র করে থাকলে কারাে নামায শুদ্ধ হবে না। কারণ, ওই ব্যক্তি প্রথমবার ফরজ আদায় করাতে তার জিম্মা থেকে ওই ফরজ আদায় হয়ে গেছে। এখন সে পুনরায় পড়ে থাকলে তা হবে তার জন্য নফল। আর নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর ইকক্বতিদা শুদ্ধ নয়। এটা মাসআলা না জেনে করে থাকলে, মাসআলা জেনে নেয়ার পর ওই সময়ের জামাতে উপস্থিত মুসল্লীগণকে ওই ওয়াক্তের নামায পুনঃ আদায় করতে ঘােষণা দিবে। আর জেনে শুনে এ রকম করে থাকলে সে অবশ্যই জঘন্যতম অপরাধ করেছে বিধায় খালিস নিয়্যতে তাওবা করবে।

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪৩)।


উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)।



Post a Comment

নবীনতর পূর্বতন