মসজিদের আযানে বাড়িতে জামাত করা যাবে?

 

মুহাম্মদ হােসেন

ডি.সি.রােড, পশ্চিম বাকলিয়া, চট্টগ্রাম

প্রশ্ন : আমরা একটা মাযার শরীফকে কেন্দ্র করে প্রতি মাসে একবার খতমে গাউসিয়া শরীফ আদায় করে থাকি। আমরা কয়েকজন যুবক মিলে উক্ত মাযার কেন্দ্রে মাগরীব ও এশার নামায আশে-পাশের মসজিদের আযান দ্বারাই ইক্বামত সহকারে জামাতসহ আদায় করে থাকি। প্রশ্ন এটাই, উক্ত জামাতের জন্য নিজেদের আযানের প্রয়ােজন পড়ে কি? আমরা সুন্নী মতাদর্শে বিশ্বাসী। বাতিল ফিরকার পেছনে নামায।ভুলেও পড়িনা কিন্তু সমস্যা এখানে, দূরে কাজ করার হেতু আশেপাশের সুন্নী মসজিদ না থাকায়, বাতেল ফেরকার পেছনে রমজানের তারাভীহসহ অন্যান্য ওয়াক্তিয়া নামায পড়া যাবে কি?

উত্তর : আশে-পাশের মসজিদের আযান শুনা গেলে ওই আযান দ্বারা জামাত আদায় করা জায়েয। তবে জামাতের জন্য নতুন করে আযান দেয়া মুস্তাহাব ও পুণ্যময়। জেনে-শুনে কোন বাতিল ফিরকার অনুসারী ইমামের পেছনে ইক্বতিদা করা জায়েয নেই। ইকতিদা করে থাকলে ওই নামায আদায় হবে না, পুনরায় আদায় করতে হবে। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৪)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন