প্রতি মাসে আমার রীতিমত হায়েজ হয়। মাঝে মধ্যে দু'একদিন বাদামী রঙের মত দেখা যায়। এটি থাকাকালীন নামায পড়া যাবে কিনা; পড়লে কোন গুনাহ হবে কি?

 

তাসলীমা আখতার

রাজাপাড়া, শাকতলা, কোতােয়ালী, কুমিল্লা

প্রশ্ন : প্রতি মাসে আমার রীতিমত হায়েজ হয়। মাঝে মধ্যে দু'একদিন বাদামী রঙের মত দেখা যায়। এটি থাকাকালীন নামায পড়া যাবে কিনা; পড়লে কোন গুনাহ হবে কি? জানালে খুশী হব।

উত্তর : হায়েজের রঙ বাদামী, হলদে, লাল ইত্যাদি রঙের হতে পারে। হায়েজ অবস্থায় নামায, রােযা ও কোরআন শরীফ তিলাওয়াত ও স্পর্শ করা হারাম।

হায়েজকালীন সময়ের নামাযের কোন কাজা নেই। কিন্তু রোযার কাজা পরবর্তীতে আবশ্যকীয়। অতএব, হায়েজ অবস্থায় নামায পড়া যাবে না, পড়লে গুনাহগার হবেন।

উল্লেখ্য, তিনদিনের কম ও দশদিনের বেশি হলে রোগ হিসেবে ধরতে হবে এবং এ সময়ে কাজাকৃত নামায অবশ্য আদায় করতে হবে।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৪)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন