আমরা যে কোরবানী করি, কোরবানী পশুর নাড়িভূঁড়ি এবং পায়ের নিচের অংশ অর্থাৎ পায়ের খুর খেতে পারিনা কেন, এতে কি অসুবিধা আছে?

 

মুহাম্মদ খােরশেদ আলম

ফঁটিকচাঁদের বাড়ী, পােপাদিয়া, বােয়ালখালী, চট্টগ্রাম

প্রশ্ন : আমরা যে কোরবানী করি, কোরবানী পশুর নাড়িভূঁড়ি এবং পায়ের নিচের অংশ অর্থাৎ পায়ের খুর খেতে পারিনা কেন, এতে কি অসুবিধা আছে? ইসলামের দৃষ্টিতে এটা জায়েয আছে কিনা জানতে চাই।

উত্তর : নাড়িভূড়িঁ খাওয়াকে ফক্বীহগণ মাকরূহে তাহরীমা বলেছেন। পায়ের খুর খাওয়াতে অসুবিধা নেই।(ফাতওয়ায়ে রেজভিয়া ইত্যাদি,যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৪)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন