প্রশ্ন : কিছু দিন পূর্বে 'মা' আমাদের ছেড়ে চলে গেছেন চিরদিনের জন্য। আমি মায়ের তাহলীল পড়েছি। কিন্তু গুণে দেখিনি। তবে তাহলীলের সংখ্যা দু'লক্ষের চেয়েও বেশি হবে। এখন আমার তাহলীলটি কি আদায় হবে? আর মায়ের নামে হজ্ব করা যাবে কিনা?
উত্তরঃ এতে তাহলীল আদায় হয়ে যাবে। মরহূমা মায়ের পক্ষ হয়ে হজ্ব আদায় করা জায়েয ও অনেক পুণ্যময়। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৫)।
উত্তর দিয়েছেন :- মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)
একটি মন্তব্য পোস্ট করুন