মুহাম্মদ আবদুল কাদের
কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, খিলগাঁও, ঢাকা-১২১৯
প্রশ্ন : আমাদের দেশে আমরা অনেক রকম টুপি মাথায় দিয়ে থাকি। কিন্তু এর মধ্যে কোন রকম টুপি খাস সুন্নাত? আমি জানি আট প্রকার টুপি মাথায় দেওয়া সুন্নাত, কিন্তু এর মধ্যে পাঁচ কল্লি বিশিষ্ট টুপি নেই। সাতক্ষীরায় দেখেছি, সুন্নিরা পাঁচ কল্পি বিশিষ্ট টুপি মাথায় দেয়। কিন্তু আমরা দেই না। বলি এটা ওহাবীদের লেবাস। কথাটুকু সত্য কিনা, কোরআন-হাদীসের আলােকে বিস্তারিত জানালে চিরকৃতজ্ঞ থাকব।
উত্তর : সাধারণতঃ টুপি পরিধান করা সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরিধান করতেন। যে টুপি মাথা ঢেকে ফেলবে এমন টুপি পরিধান করবে। ছয়/পাঁচ কল্লি বা চাঁদ টুপি ইত্যাদি পরিধানে কোন বাধা নেই । (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৫-২৯৬)।
উত্তর দিয়েছেন :- মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)
একটি মন্তব্য পোস্ট করুন