ইদ্দতের নিয়ম


মুহাম্মদ কাউছারুল এনাম

সৈয়দবাড়ী, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম

প্রশ্ন : আমরা জানি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী তার স্বামীর দ্বারা গর্ভবতী আছে কিনা তা নিরূপণের জন্য স্ত্রীকে ইদ্দত পালন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে স্বামী যদি তার স্ত্রীকে রেখে বিদেশে চলে যাওয়ার ছ'মাস পর কোন কারণে তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তার স্ত্রীকে 'ইদ্দত' পালন করতে হবে কিনা? আর এদিকে স্ত্রীর গর্ভবতী হওয়ার কোন লক্ষণও নাই বা গর্ভবতী হয়নি। জানালে বাধিত হব।

উত্তর : তিন তালাক বা স্বামীর মৃত্যুজনিত কারণে বিবাহ বন্ধন ছিন্ন হওয়ার পর যে সময়সীমার মধ্যে কোন নারী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, তাকে ইদ্দত বলে। সহীহ বা ফাসিদ বিবাহের ক্ষেত্রে সহবাস বা নির্জন মিলনের পর বিবাহবিচ্ছেদ হলে অবশ্যই ইদ্দত পালন করতে হবে। অবশ্য বিবাহের পর স্বামী-স্ত্রী পরস্পর নির্জন মিলন (দেখা-সাক্ষাত) অথবা সহবাসের পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়, এ ক্ষেত্রে ইদ্দত পালন করার প্রয়ােজন নেই। সুতরাং, শুধু আক্বদ হওয়ার পর স্বামী-স্ত্রী নির্জনে একত্রিত হওয়া বা সহবাস করা ছাড়া বিদেশে চলে গেলে, তারপর যদি তালাক দেয় তবে স্ত্রীর জন্য ইদ্দত পালনের প্রয়ােজন নেই । কিন্তু আক্বদ হওয়ার পর স্বামী-স্ত্রী নির্জনকক্ষে বা নির্জন স্থানে এক মুহূর্তের জন্যও একত্রিত হলে অথবা সহবাস করে থাকলে আর এ সহবাসে গর্ভে সন্তান জন্ম হােক বা না হােক সর্বাবস্থায় তালাকপ্রাপ্তা স্ত্রীকে অবশ্যই ইদ্দত পালন করতে হবে। বালিগা নারী যার নিয়মিত ঋতুস্রাব হয় তার ইদ্দতকাল তিন হায়েজ। হায়েজ অবস্থায় তালাক দেওয়া হলে ইদ্দতকাল হবে তার পরের তিনটি পূর্ণ হায়েজ। (হিন্দিয়া ইত্যাদি) (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৬)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)




Post a Comment

নবীনতর পূর্বতন