যদি কোন ব্যক্তি বিষ বা ফাঁসি খেয়ে মৃত্যু বরণ করে তাহলে ঐ ব্যক্তির জানাযা পড়া এবং ঐ ব্যক্তিকে গােসল দেওয়া এবং কাঁধে তােলা এবং কবর দেওয়া জায়েয আছে কিনা?


মুহাম্মদ নূরুল আমিন

পটিয়া, চট্টগ্রাম

প্রশ্ন : যদি কোন ব্যক্তি বিষ বা ফাঁসি খেয়ে মৃত্যু বরণ করে তাহলে ঐ ব্যক্তির জানাযা পড়া এবং ঐ ব্যক্তিকে গােসল দেওয়া এবং কাঁধে তােলা এবং কবর দেওয়া জায়েয আছে কিনা?

উত্তর : বিষ বা ফাঁসি খেয়ে কেউ আত্মহত্যা করলে তাকে গােসল দেয়া, কাফন পরানাে, মুসলমানের কবরে দাফন করা ইত্যাদি আত্মহত্যাকারীর জীবিত আত্মীয়-স্বজন, তাদের অনুপস্থিতিতে পাড়া-প্রতিবেশী মুসলমানদের উপর ফরজ। তবে এলাকার জুমা মসজিদের ইমাম বা এলাকার বিশিষ্ট আলেম আত্মহত্যাকারীর জানাযার নামায পড়াবে না। যেন আত্মহত্যার কুফল সম্পর্কে অন্য সব লােকেরা সজাগ হয়। আত্মহত্যা কবীরা গুনাহ। পরকালে এ গুনাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। তাই আত্মহত্যার মত জঘণ্য পাপ থেকে বঁচে থাকা সকলের উচিত। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৭)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন