নয়জন শয়তানের নাম ও কাজ

 

নয়জন শয়তানের নাম ও কাজ 


দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা হতে প্রকাশিত ১১০৪ পৃষ্ঠা সম্বলিত কিতাব “ফয়যানে সুন্নাত” এর ৩১ নং পৃষ্ঠায় রয়েছে: আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)  বলেন যে, শয়তানের সন্তান নয়জন:


(১) যালীতূন (২) ওয়াসীন (৩) লাকূস (৪) আ’ওয়ান (৫) হাফ্ফাফ


(৬) মুররাহ্ (৭) মুসাব্বিত (৮) দাসীম ও (৯) ওয়ালহান।



 (১) যালীতূন: বাজার সমূহে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেঁথে রাখে।


(২) ওয়াসীন: মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে।


(৩) লাকূস: আগ্নি পূজারীদের সাথে থাকে।


(৪) আ’ওয়ান: শাসকদের সাথে থাকে।


(৫) হাফ্ফাফ: মদ্যপায়ীদের সাথে থাকে।


(৬) মুররাহ: গান-বাজনাকারীদের সাথে থাকে।


(৭) মুসাব্বিত: বাজে কথা-বার্তা সর্বত্র পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত। সে মানুষের মুখে বাজে কথা-বার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা উদাসীন হয়ে থাকে।


(৮) দাসিম: ঘর সমূহে নিয়োজিত রয়েছে। যদি ঘরের সদস্যরা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও বিসমিল্লাহ না পড়ে পা ভিতরে রাখে, তবে সে এসব ঘরের সদস্যদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এমনকি মারামারি বরং তালাক বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়।


(৯) ওয়ালহান: ‘অযু’তে কুমন্ত্রণা দেয়ার কাজে নিয়োজিত।


(আল মুনাব্বিাহাত, ৯১ পৃষ্ঠা)



নফস ও শয়তান হো গেয়ী গা’লিব,


উনকে চুঁঙ্গল সে তো ছোঁড়া ইয়া রব!


(ওয়াসায়িলে বখশীশ,৫১ পৃষ্ঠা)

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন