কুমন্ত্রণার ধ্বংসযজ্ঞতার ঘটনা

 

কুমন্ত্রণার ধ্বংসযজ্ঞতার ঘটনা


 আমার আক্বা, আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খাঁন (রহমাতুল্লাহি আলাইহি)  ফতোয়ায়ে রযবীয়া ১ম খন্ডের ১০৪৩ পৃষ্ঠার ‘২য় অংশে’ কুমন্ত্রণার উত্তম প্রতিকার বর্ণনা করতে গিয়ে বলেন: কুমন্ত্রণা না শুনা, এর উপর আমল না করা, এর বিরোধীতা করাও (কুমন্ত্রণার প্রতিকার)। এই মহা বিপদের (অথার্ৎ কুমন্ত্রণার) অভ্যাস হলো যে, এর (অর্থাৎ কুমন্ত্রণা) উপর যতই আমল করবে, ততই বৃদ্ধি পাবে এবং যখন ইচ্ছাকৃত এর বিপরীত করা হয় তখন আল্লাহর হুকুমে কিছুক্ষনের মধ্যেই তা একেবারে দূর হয়ে যাবে। হযরত সায়্যিদুনা ওমর ইবনে মুররাহ (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) বলেন: “শয়তান যাকে দেখে যে, আমার কুমন্ত্রণা তার মাঝে প্রভাব বিস্তার করছে, সবচেয়ে বেশি তার পিছনে পড়ে থাকে।”


(মুসান্নিফে ইবনে আবি শায়বা, ১ম খন্ড, ২২৪ পৃষ্ঠা)



ইমাম ইবনে হাজর মক্কী (রহমাতুল্লাহি আলাইহি) তাঁর “ফতোয়া”য় বলেন: আমাকে কিছু উপযুক্ত লোকেরা বর্ণনা করলো যে, “দু’জন কুমন্ত্রণার শিকার ব্যক্তির” গোসলের প্রয়োজন হলো, নীল নদে গেলো, সূর্য উদয়ের পর পৌঁছেছে, একজন অপরজনকে বললো:‌ তুমি নেমে ডুব দিতে থাক, আমি গণনা করবো আর তোমাকে বলবো যে, পানি তোমার পুরো মাথায় পৌঁছেছে কিনা। সে নামলো এবং ডুবৎদিতে শুরু করলো আর অপরজন বলতে লাগলো যে, এখনো তোমার মাথার কিছু অংশ বাকি আছে, সেখানে পানি পৌঁছেনি, একজনরই এরূপ করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেলো, অবশেষে সে উঠে এলো এবং মনে সন্দেহ রয়ে গেলো যে, গোসল হয়েছে কিনা? অতঃপর সে অপরজনকে বললো: তুমি নামো, আমি গণনা করবো। সে ডুব দিতে লাগলো এবং সে (প্রথমজন) বলতে লাগলো যে, এখনো তোমার পুরো মাথায় পানি পৌঁছেনি, এখানে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, অগত্যা (দ্বিতীয়জন) নদী থেকে উঠে এলো এবং মনে সন্দেহ রয়েই গেল। সারা দিনের নামায হারালো এবং গোসল আদায় হওয়া সম্পর্কে বিশ্বাস হচ্ছিলো না এবং হলোও না।) অর্থাৎ আমি আল্লাহ তায়ালার নিকট আশ্রয় প্রার্থনা করছি) এটি কুমন্ত্রণাকে মানার প্রতিফল।


(হাদীকাতুন নাদীয়া, ২য় খন্ড, ৬৯১ পৃষ্ঠা)



মুঝে ওয়াসওয়াসোঁ সে বাঁচা ইয়া ইলাহী!


 পায়ে গাউস ও আহমদ রযা ইয়া ইলাহী!


صَلُّوْا عَلَيْ الْحَبِيْب صَلَّي الله عَلَيْ مُحَمَّد


_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন