মসজিদে চার জানু হয়ে বসা যাবে?


এস.এন.জে.আলম

উত্তর করলডেঙ্গা, বােয়ালখালী, চট্টগ্রাম

প্রশ্ন : বিভিন্ন মসজিদে দেখা যায়, মুসল্লীরা কোন ওজর ছাড়াও দু'জানু হয়ে না বসে চার জানু হয়ে বসে। আমার প্রশ্ন হল, এরূপ বসার ব্যাপারে কোরআন- হাদীসের আলােকে কোন বিধি-বিধান আছে কিনা? যদি থাকে সবিস্তারে জানালে সবাই উপকৃত হব।

উত্তরঃ মসজিদ বা কোন পীর-বুযর্গ ব্যক্তির সামনে একান্ত আদবের সাথে দু'জানু হয়ে নামাযে বসার মতই বসবে। হাটু তুলে কুকুরের মত বসাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। তাই কুকুরের মত করে বসবে না। মসজিদে বা বাইরে সর্বাবস্থায় এ প্রকার কুকুর বৈঠক বসা নিষেধ। ওজর বা স্বাস্থ্যগত কারণে দু'জানু হয়ে বেশিক্ষণ বসা সম্ভব না হলে দু'পা বিছিয়ে বা চার জানু হয়ে বসাতে কোন অসুবিধা নেই।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৮)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)


নবীজির মর্যাদাসমূহ জানতে ক্লিক করুন

Post a Comment

নবীনতর পূর্বতন