জায়নামাযে মক্কা-মদিনার ছবিতে পা দিয়ে নামায পড়া যাবে?

 

আশরাফুল ইসলাম সােহেল

তৈলারদ্বীপ, আনােয়ারা, চট্টগ্রাম


প্রশ্ন : কিছু জায়নামায কা'বা শরীফ ও রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র রওজা মােবারকের ছবি সম্বলিত। আমাদের জন্য এ দু'টি সমান পরম পবিত্র। এ পবিত্র কাবা শরীফ ও রওজা মােবারক পায়ের নিচে রেখে নামায আদায়করলে বেআদবী হওয়ার কোন সম্ভাবনা রয়েছে কি? জানালে কৃতজ্ঞ হব।

উত্তর : কাবা শরীফ ও রওজা-ই আক্বদাস এর ছবি সম্বলিত জায়নামাযে কাবা শরীফ ও রওজা মােবারকের উপর পা রাখা আদবের পরিপন্থী এবং তাক্বওয়ার খেলাফ।

কারণ, উলামায়ে দ্বীন কাবা শরীফ, রওজা-ই আক্বদাস ও হুজুরের না'লাইন শরীফের নকশা বা ছবিকে সেভাবে সম্মান ও মর্যাদা দিতেন, যেভাবে মূল কাবা ও রওজা-ই আক্বদাসকে দিতেন। তাই এসব পবিত্র স্থানের ছবি পায়ের নিচে রাখা অবশ্যই আদবের পরিপন্থী। এগুলাে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ এরশাদ করেন,  অর্থাৎ "আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা অন্তরে তাক্বওয়া বা খোদাভীতি থাকার পরিচায়ক।" সুতরাং, এ সমস্ত জায়নামাযে নামায আদায় করতে অসুবিধা নাই। তবে সাবধান থাকতে হবে যেন পবিত্র কাবা শরীফ ও রওজা শরীফের মূল ছবির উপর পা না লাগে ও না বসে। এ ব্যাপারে সজাগ ও সতর্ক দৃষ্টি একান্ত বাঞ্চনীয়।  (ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি কৃত: 'আহকামে তাসভীর. ইত্যাদি।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩১৬)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন