ছােট বেলা থেকেই সব সময় আমার ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় এমনকি এখনও। এমতাবস্থায় ওজু করে যদি নামায পড়ি তাহলে গুনাহগার হবাে কিনা?


ইমতিয়াজ হােসেন

বােয়ালখালী


প্রশ্ন : ছােট বেলা থেকেই সব সময় আমার ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় এমনকি এখনও। এমতাবস্থায় ওজু করে যদি নামায পড়ি তাহলে গুনাহগার হবাে কিনা?

অন্যথায় নামায হবে কিনা? আর যদি ওজু করার পর কিংবা নামাযের মধ্যে ফোঁটা প্রস্রাব হয় তবে সে অবস্থায় কি করা যায়? দয়া করে আলােকপাত করবেন।

উত্তর : কারাে ফোঁটা ফোঁটা প্রস্রাব করার রোগ হলে সে প্রতি ওয়াক্তের জন্য নতুনভাবে ওজু করবে। ওই ওজু দিয়ে ওই ওয়াক্তের সকল ফরজ, সুন্নাত ও নফল নামায ও কোরআন তিলাওয়াত ইত্যাদি আদায় করতে পারবে। যেমন- যােহরেরনামাযের জন্য ওজু করলে আসরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত ওই ওজু থাকবে, যদি ওই নির্দিষ্ট রােগ ছাড়া অন্য কোন কারণে ওজু ভঙ্গ না হয়। আসরের ওয়াক্ত আসার সাথে সাথে যােহরের সময় কৃত ওজু ভঙ্গ হয়ে যাবে। আসরের জন্য নতুনভাবে ওজু করতে হবে। এটা ওজর হিসেবে ধর্তব্য, বিধায় এ কারণে রােগী গুনাহগার হবে না। এ নিয়মে নামায ও অন্যান্য ইবাদত আদায় হয়ে যাবে। (শিরহে বেকায়া ও রদ্দুল মুহতার ইত্যাদি।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩১৬)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন