এক নামায পড়ার সময় ভুলে অন্য নামাযের নিয়্যত করলে হবে?


মুহাম্মদ আলী আজম শাহ

মসজিদ মার্কেট, কোর্ট হিল, চট্টগ্রাম


প্রশ্ন : আমি এশার ফরজের নামাযের জন্য নিয়্যত করি, এশার নামাযের নিয়্যতের সময় আমি ভুলে মাগরীবের নামাযের নিয়্যত করে ফেলি এবং এশার নামাযের রুকুতে যাওয়ার সময় মনে পড়ল আমি তাে এশার নামায আদায় করছি। কিন্তু ভুলে যে মাগরীবের নামাযের নিয়্যত করলাম। আমার ওই সময় করণীয় কি? আমি কি নিয়্যত ভেঙ্গে পুনরায় নিয়্যত করবাে, নাকি এ নিয়্যতে নামায আদায় করতে পারবাে।

উত্তর : 'নিয়্যত এর আসল অর্থ অন্তরের দৃঢ় সংকল্প। নিয়্যতে মৌখিক উচ্চারণ মুখ্য নয়। তাই কেউ যদি অন্তরে এশার নামাযের দৃঢ় সংকল্প করে মুখে মাগরীবের নিয়্যত করলে এতে এশার নামায শুদ্ধ হয়ে যাবে। নিয়্যত মুখে উচ্চারণ করে বলা মুস্তাহাব। মূলতঃ অন্তরের দৃঢ় সংকল্পই নিয়্যতের ক্ষেত্রে ধর্তব্য। (দুররে মুখতার, রদ্দুল মুহতার এবং কিতাবুল আশবাহ ওয়ান নাজাইর ইত্যাদি। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩১৭)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন