নেসাব পরিমাণ টাকা ব্যাংকে জমা থাকলে যাকাত দেওয়ার সময় ঘরের অলঙ্কারাদির (যা নেসাব পরিমাণ হয়নি) মূল্য নির্ধারণ করে ব্যাংকের জমা টাকার সাথে যুক্ত করতে হবে কি না?

 

প্রশ্ন : নেসাব পরিমাণ টাকা ব্যাংকে জমা থাকলে যাকাত দেওয়ার সময় ঘরের অলঙ্কারাদির (যা নেসাব পরিমাণ হয়নি) মূল্য নির্ধারণ করে ব্যাংকের জমা টাকার সাথে যুক্ত করতে হবে কি না?

উত্তর : কারাে নিকট কিছু নগদ টাকা, কিছু স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারাদি থাকলে আর পৃথক পৃথকভাবে কোনটারই নিসাব পরিমাণ যদি না হয়। এমতাবস্থায় ওই ত্রিবিধি ধরনের মােট মূল্য নিসাব পরিমাণ তথা সাড়ে বায়ান্ন তােলা রৌপ্যের মূল্যের সমান হলে এর যাকাত আদায় করা ফরজ। অন্যথায় ফরজ নয়। (দুররে মুখতার ও হিন্দিয়া ইত্যাদি।।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩০৩)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন