চাদরের কোন্ কোণায় নাপাক ছিলো তা স্মরণ না থাকলে তবে?

 

চাদরের কোন্ কোণায় নাপাক ছিলো তা স্মরণ না থাকলে তবে?


 কখনো জামায় নাপাকী লেগে গেলো এবং ভূলে গেলো যে

কোথায় লেগেছে, তখন মানুষ কুমন্ত্রণার শিকার হয়ে যায়,

এমতাবস্থায়ও পবিত্র শরীয়াত আমাদের অনেক সহজতা প্রদার করেছেন। সুতরাং ফতোয়ায়ে রযবীয়া শরীফে বর্ণিত রয়েছে যে, চাদরের এক কোণায় নিশ্চিত নাপাকী ছিলো এবং নির্দিষ্ট করে স্মরণ নেই (অর্থাৎ স্মরণ নেই যে, কোন কোণায় নাপাকী ছিলো) তখন যেকোন একটি কোণা ধুয়ে নিন, পবিত্রতার হুকুম দেয়া যাবে। (ফতোয়ায়ে রযবীয়া, ৪র্থ খন্ড, ৫১১ পৃষ্ঠা)।

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন